কে. এম. সাখাওয়াত হোসেন : বিয়ের পৃথম বছর পূর্ণ হতে না হতেই শয়ন ঘরে ধরনার সাথে গলায় ওড়না প্যাঁচনো রূপা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় দুর্গাপুর থানা পুলিশ।
মৃত গৃহবধূ রূপা আক্তার নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম গুদারিয়া গ্রামের নুর জামালের স্ত্রী এবং একই গ্রামের আব্দুল হামিদের কন্যা। প্রায় নয় মাস পূর্বে রূপা ও নুর জামাল দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, গত শনিবার দিনগত রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী রাতের ঘুমাতে যান। মাঝ রাতে গৃহবধূর স্বামী প্রকৃতির ডাকে দিলে ঘুম ভাঙে। পরে নুর জামাল দেখতে পান তার স্ত্রী রূপা দুচালা টিনের শয়ন ঘরে ধরনার সাথে ঝুলে আছে। রবিবার সকালে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে মৃতের মহদেহ পাঠানো হয়। স্থানীয়ভাবে জানতে পেরেছেন একই গ্রামের নদীর ওপর পাড়ে গৃহবধূ রূপার বাবার বাড়ি এবং প্রায় ৮-৯ পুর্বে রূপা ও নুর জামাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানান তিনি।