কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার সীমান্ত এলাকায় তিনটি অভিযানে ভারতীয় চাউল, চিনি ও এ্যাংকর বুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজার আনুমানিক মূল্য আট লক্ষ ৯২ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৫ মার্চ দুপুরে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার খারনৈই ইউনিয়নে বিজিবির কচুগড়া বিওপি’র (বর্ডার অভজারবেশন পোষ্ট) আওতাও সীমান্ত কচুগড়া এলাকায় ৩০০ গজ দেশের অভ্যন্তরে এক অভিযানে ভারতীয় তিন হাজার ৯০০ কেজি চাউল ও ৩৫০ কেজি চিনি জব্দ করেছে।
এছাড়াও গত ৩ মার্চ একই বিওপি’র আওতায় আরও দুটি অভিযানে সীমান্ত পিলার ১১৮০/৪-এস হতে ৩০০ গজ দেশের অভ্যন্তর পাতলাবন এলাকা এবং ১১৭৯/১১-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে বেনবেড়া নামক স্থান হতে ১৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় এ্যাংকর বুট উদ্ধার হয়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং এসকল জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।