কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের তাঁরাচাপুর গ্রামে বুধবার দুপুরে গর্তের পানিতে পড়ে মাহীন ইসলাম রাদ (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তঁারাচাপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী শিল্পী আক্তার বুধবার দুপুরে তার তিন বছরের ছেলে রাদকে নিয়ে পাশ্ববর্তী ফৌজদার মিয়ার বাড়ীর বেড়াতে যায়। পরে ছেলেকে রেখে মা শিল্পী আক্তার বাড়ীতে চলে আসে। বিকালে ২টার দিকেও রাদ বাড়ীতে ফিরে না আসায় মা শিল্পী আক্তার ফৌজদার মিয়ার বাড়ীতে খুঁজতে যায়।
এ সময় বাড়ীর সামনে গর্তের পাড়ে রাদের একটি জুতা পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন গর্তের পানির নীচ থেকে রাদকে উদ্ধার করে নিকটস্থ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।