কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় পিকআপ ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নুরেজা আক্তার (৪৬) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
রবিবার বিকেল ৫টার দিকে নেত্রকোনা পৌর শহরে মসজিদ কোয়ার্টার এলাকায় মাতৃসদনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরেজা আক্তার মোটর সাইকেলের পেছনে বসা ছিলেন। পিক-আপ ভ্যানটি পৌর শহরের ছোট বাজারের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি মাতুসদনের আসলে মোটর সাইকেলটির পেছনে ধাক্কা দেয়।
এতে নুরেজা আক্তার পিকআপ ভ্যানের চাপায় তার কপাল থেকে মাথার উপরের অংশ থেতলে যায়। তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নেত্রকোনা মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আশাদুল ইসলাম বলেন, পিক-আপ ভ্যানের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মহিলা মারা গেছেন। সংবাদ পেয়ে মহিলা মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পিকআপ ভ্যান ও এর চালক আটক রয়েছে বলে তিনি জানান।