পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে খায়রুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেল পথের পূর্বধলা বাজার সংলগ্ন ৩৫১ কিঃ মিটারের ৬/৭ এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম পূর্বধলা উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের মো. কবীর খানের ছেলে।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৮ নং লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল থেকেই ওই যুবক রেল লাইনের পাশে ঘুরাফিরা করছিলেন। তাদের ধারণা যুবকটি কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মো. আশরাফ উদ্দিন ভুঁইয়া জানান, আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে। স্বজনদের দাবী সে কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিল।