পূর্বধলায় ট্রেনের নিচে পড়ে মানসিক প্রতিবন্ধী যুবক নিহত

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেনে : নেত্রকোনায় ট্রেনের নিচে পড়ে খাইয়রুল ইসলাম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। যুবকের চুর্ণ-বিচুর্ণ মৃতদেহটি প্রায় অর্ধ কিলোমিটারের বেশি দুরত্বের মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে পাওয়া যায়। শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ চুর্ণ-বিচুর্ণ মৃতদেহটি উদ্ধার করেছে।

নিহত যুবক খাইয়রুল ইসলাম জেলার পুর্বধলার উপজেলার সদর ইউনিয়নে নয়াপাড়া গ্রামের কবির খানের ছেলে এবং তিনি মানসিক প্রতিবন্ধী/বিকারগ্রস্থ বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৭৮নং লোকাল ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। দিনগত রাত ১২টার দিকে পূর্বধলা উপজেলার রেলগেইট এলাকায় আসলে খাইরুল ইসলাম ট্রেনের নিচে পড়ে যান। এসময় ট্রেনটি তাকে টেনে-হেচড়ে নিয়ে যায় এবং প্রায় অর্ধ কিলোমিটার দূরত্বের মধ্যে খাইরুলের চুর্ণ-বিচুর্ণ মৃতদেহটির ভিন্ন ভিন্ন অংশ পাওয়া যায়।

স্থানীয়রা পুর্বধলা স্টেশনের বুকিং সহকারি মো. আব্দুল মোমেনকে জানালে তিনি গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবগত করেন। পরে শুক্রবার সকালে অর্ধ কিলোমিটারের বেশি রেললাইনের বিভিন্ন স্থান থেকে মৃতদেহের অংশগুলো উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ভুঁইয়া দেশ রূপান্তরকে বলেন, মৃতদেহের বিভিন্ন অংশ রেললাইনের ভিন্ন ভিন্ন স্থানকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে খাইরুল ইসলাম মানসিক প্রতিবন্ধী/বিকারগ্রস্থ ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

spot_img

Related articles

দেশের সংবিধানকে টেনে ছুড়ে আ.লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল-কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা...

পূর্বধলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃগত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম'র...

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২...

কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ১৪ মাস বয়সী মাহিন নামে এক শিশুর প্রাণ গেল পানিতে ডুবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)...