মো. সাকের খান, মদন ( নেত্রকোনা) : নেত্রকোনার মদনে প্রথম করোনা টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ। রবিবার (৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে প্রথম টিকা নেয়ার পর টিকা নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টর।
এরপর পর্যায় ক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান, ডা. আব্দুল করিম ভূঁইয়া মো. সিরাজুল হক ভূঁইয়া, সরকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম শামসুল আলম তালুকদার (সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. ইকবাল রুনা আক্তার সহ ৩৪জন টিকা নিয়েছে।
মদনে এ পর্যন্ত ৮৪১ জন টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। তারমধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাই চোখে পড়ার মত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসানুল হোসেন বলেন গুজবে কান না দিয়ে সকলকে এ টিকা গ্রহণের আহবান জানিয়েছেন তিনি। সকালে যারা টিকা নিয়েছেন তারা সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন জানিয়ে তিনি বলেন, করোনা থেকে বাঁচতে হলে টিকার বিকল্প নেই।
উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়সহ ৮টি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে চলছে এ টিকা নিবন্ধনের কাজ। মদনে টিকা এসেছে ৪ হাজার ৯শত ৮৮ ডোজ।