বাবলী আকন্দঃ করোনাকালীন সময়ে ব্যবসায়িক মন্দা এবং আর্থিকভাবে বিভিন্ন স্থানে সহযোগিতা না পেয়ে তৃতীয় লিঙ্গ এবং যৌনকর্মীগণ মানবেতর জীবন পার করছে।করোনার ২য় ধাপ মোকাবেলায় অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হিজড়া ও যৌনকর্মীদের মাঝে আজ ৭ ফেব্রুয়ারি জার্মান ডক্টরস এর অর্থায়নে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আরসিডিডিআরবি এর সহযোগিতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ১২ কেজি চাউল, ২ কেজি দেশি মসুরি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি দেশি পিঁয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ টি হ্যান্ড স্যানিটাইজার এবং ৩ টি কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে অনগ্রসর হিজড়া এবং যৌনকর্মীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবার সহকারী পরিচালক ফারজানা তানসেন, জেলা সমাজসেবা অফিসার(রেজিষ্ট্রেশন) স্বর্ণা সাহা, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি’র ডিআইসি ম্যানেজার আব্দুল্লাহ আল আশিক, সুপারভাইজার কাম কাউন্সিলর মোঃ শাহ আলম,মেডিকেল এসিসট্যান্ট আজিজুল হাকিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজড়া মমতা,হিজড়া দুলারী, হিজড়া লিপিসহ অন্যান্য হিজড়া এবং যৌনকর্মীগণ। উল্লেখ্য হিজড়া এবং ট্রানজেন্ডারদের আর্থ সামাজিক উন্নয়নে ময়মনসিংহে ২০০১ সালে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি যাত্রা শুরু করে। গ্লোবাল ফান্ড প্রজেক্টের আওতায় ২০১০ সাল থেকে প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এমাং কী পপুলারিটি ইন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বন্ধু এবং আরসিডিডিআরবি এর সহযোগিতায় হিজড়াদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
Date:
Share post: