কে. এম. সাখাওয়াত হোসেন : সারাদেশের ন্যায় নেত্রকোনায় কোভিড-১৯ টিকা দান কর্মসূচির শুভউদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে রবিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রথম টিকা গ্রহন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
পরবর্তীতে টিকা গ্রহন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী ও সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা।
জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা সাংবাদিকদের জানান, নেত্রকোনায় ৭২ হাজার টিকার ভ্যাকসিন এসেছে। প্রত্যেককে ২ ডোজ করে ৩৬ হাজার ব্যাক্তিকে এই টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে টিকা নেয়া ব্যাক্তিদেরকে চার সপ্তাহ পর ভ্যাকসিনের আবার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
তিনি আরও জানান, টিকা দান উদ্বোধনের প্রথম দিনে সারা জেলায় এক হাজার ৭ জন ব্যাক্তিকে ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৪ শত ৪১ জন ব্যাক্তি নিবন্ধিত হয়েছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে নেত্রকোনা ইপিআই ভবনে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো.আকবর আলী মুনসী, জেলা সিভিলে সার্জন ডা. মো. সেলিম মিঞা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।