অমৃত চন্দ্র দাস (খালিয়াজুরী) নেত্রকোনা : মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধা পাকা ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিরা নিজস্ব ঠিকানা ও আশ্রয় পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করেছেন।
দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তরের অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরীতেও ৪৪৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে আজ শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে।
এ সময় মুজিব নগর গ্রামের ছাদির মিয়া জানান, তিনি ঘরের দলিল হাতে পেয়ে খুব খুশি। মুমিন নগর গ্রামের নূরুল আমিন জানান, তারা আগে ভূমিহীন ছিল। এখন প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারে তারা জমি ও ঘরের মালিক হয়েছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজের সঠিক গুনগত মান বাজায় রেখে অসহায় ভূমি ও গৃহহীনদের মাঝে আশ্রায়ন প্রকল্প-২ এর ঘরগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। একে একে সকলকেই জমির দলিল ও
চাবি বুঝিয়ে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদ হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, খালিয়াজুরী সদর চেয়ারম্যান ছানোরুজ্জামান তালুকদার জোসেফ, চাকুয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষ্ণপুর চেয়ারম্যান শামীম মোড়ল, মেন্দিপুর চেয়ারম্যান লোকমান হেকিম, সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার, মহসিন মিয়া, স্বাগত সরকার শুভসহ প্রমুখ।