কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন এমপি মানু মজুমদার।
শুক্রবার (২২ জানুয়ারী) বিকালে উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থ ও অসহায় তিনশত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ মানু মজুমদার।
গত কয়েক দিনের চলমান শীতে ভুক্তভোগী অসহায়দের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেছেন। তাই অসহায় শীতার্তরা এই কম্বল পেয়ে হাসি মুখে বাড়ী ফিরছেন।
কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।