কে. এম. সাখাওয়াত হোসেন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ‘দেশের একজন মানুষও যেনো শীতে কষ্ট না করে সেই ব্যবস্থাই করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারাদেশে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। গৃহহীনদের গৃহ দেয়ার ব্যবস্থা করেছেন। বাংলাদেশে একজন মানুষও আর গৃহহীন থাকবে না’।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি গত বুধবার সন্ধ্যায় নেত্রকোনায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের হলরুমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নেত্রকোনা শাখার ব্যবস্থাপক এ কে এম মাহবুবুর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাকি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, টিম নৌকার সমন্বয়কারী একেএম আজহারুল ইসলাম অরুন সহ স্থানীয় নেতৃবৃন্দ