কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার মদন উপজেলায় কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে ডোবার পানিতে পড়ে ১৮ মাসের হামজা মিয়া নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে হামজা মঙ্গলবার সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।
আধাঘন্টা খোজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় শিশু হামজার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি মাসুদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।