মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন থেকে জোবায়িদ (২৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহুরা গ্রামের রাশিদ ফকিরের ছেলে।
মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে তার নিজ বাড়ির পিছনে হিজল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জোবায়িদ প্রতিদিনের মতো কৃষি কাজ করে সোমবার সন্ধায় হাওর থেকে বাড়িতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রীকে ঘুমিয়ে পড়ার কথা বলে রাত সাড়ে ১১টার দিকে ঘর থেকে বের হন। রাত আনুমানিক ২টার দিকে স্ত্রীর ঘুম ভাঙে।
তিনি স্বামীকে পাশে দেখতে না পেয়ে তার বড়ভাই সেকুলকে ডাকেন। তার স্বামী এখনো ঘরে আসেনি এ কথা জানালে সেকুল তার ভাইকে খুঁজতে টর্চ লাইট নিয়ে বের হয়ে বাড়ির পেছনে গিয়ে হিজল গাছের সাথে তার ভাইয়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে মদন থানায় খবর দেন। সকালে গিয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করেছে।
মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকালে জোবায়িদ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে