কে. এম. সাখাওয়াত হোসেন : ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় জাতীয় সমাজসেবা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে নেত্রকোনা সবাজসেবা কার্যালয়ে জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সেবা গ্রহীতাদের মাঝে আর্থিক অনুদান বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, প্রতিবন্ধী গবেষক গোলাম মোস্তফা সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে ক্যান্সার, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জনকে ৫০হাজার টাকা করে পাঁচ লক্ষ টাকার চেক, ১২০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি ও হুইল চেয়ার বিতরন করা হয়।