মোছাঃজান্নাতী বেগম(জাককানইবি প্রতিনিধি) :শিক্ষার্থীদের নোবেল প্রাইজ নামে পরিচিত নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হলো হাল্ট প্রাইজের ফাইনাল রাউন্ডের ফলাফল হাল্ট প্রাইজ প্রতিযোগীতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এবছর চ্যাম্পিয়ন হয় টিম “পার্চড ক্রপস এক্সপ্রস”।প্রথম রানার্স আপ টিপ টিবিএন এবং দ্বিতীয় রানার্স আপ টিম ইম্পসিবল।গত ২৬শে ডিসেম্বর অনলাইনে ফাইনাল রাউন্ড সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষিত হয়।
তিনটি রাউন্ডে প্রতিযোগীতা সম্পন্ন হয়।উক্ত প্রতিযোগীতায় ৬০টি টিম রেজিস্ট্রেশন করে।আইডিয়া পিচ সাবমিশন, সেমিফাইনাল রাউন্ড এবং ফাইনাল রাউন্ড তিনটি ধাপে অনুষ্ঠিত হয়।
ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.হাসনিন জাহান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু হোসাইন মুহাম্মদ আহসান,ক্যাস্পার ফাউন্ডেশন সিইও প্রতিষ্ঠাতা, তৌফিক উজ জামান,ডিভাইন আইটি সীমাবদ্ধ সিইও ইকবাল আহমেদ এফ হাসান এবং ড.মেহেদী হাসান খান,কোবে গাকুইন বিশ্ববিদ্যালয়, জাপান।
হাল্ট প্রাইজে এ বারে চিহ্নিত সমস্যা হিসেবে ছিলো ‘ফুড ফর গুড’।যে সমস্যা সমাধানের মাধ্যমে এসডিজির ৭টি লক্ষ্য পূরণ করতে পারবে।পাশাপাশি খাদ্য উৎপাদন,খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি ইস্যু নিয়ে প্রতিযোগীদের আইডিয়া তৈরি করতে হয়।আইডিয়া তৈরি করতে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় অনলাইন ভিত্তিক কর্মশালা ও ট্রেনিং সেশন।
উল্লেখ্য যে,ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ এইচ এম মুস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের গ্লোবাল টিমের আঞ্চলিক সহযোগী শাহরিয়ার।