মোছাঃজান্নাতী বেগম (জাককানইবি প্রতিনিধি):জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (বীর প্রতীক) আশু রোগমুক্তি কামনা করেছেন।বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা আনিসুর রহমান গত সোমবার থেকে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মুক্তিযুদ্ধা আনিসুর রহমানের সুস্থতা প্রাথর্না করে তিনি বলেন,”আমরা আমাদের দেশকে যেমন ভালোবাসি মুক্তিযুদ্ধাদের ও তেমন ভালোবাসি। তাদের ভালোবাসতে হবে।তাদের ভালোবাসতে হবে।কারণ আমাদের স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধাদের আত্নত্যাগ অপরিসীম।” গত ৩০শে ডিসেম্বর (বুধবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযুদ্ধা আনিসুর রহমানকে তিনি দেখতে যান এবং তখন তিনি এসব কথা বলেন।
এসময় উপাচার্য তাঁর চিকিৎসার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে,মুক্তিযুদ্ধা আনিসুর রহমান (বীর প্রতীক) জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অন্তর্গত স্থল গ্রামে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। পারিবারিক সম্পর্কে তিনি উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমানের আত্নীয়।