কে. এম. সাখাওয়াত হোসেন : নিজের মৎস্য খামারে বিদ্যুৎের লিকেজ তারে জড়িয়ে রিপন মিয়া (২২) নামে এক যুবক মারা গেছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নারান্দিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া একই গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিহতের বাবা রিপনকে পুকুরে ভাসতে দেখেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রিপন মিয়া একাই দুপুর থেকে বাড়ির কাছে নিজের মৎস্য খামার নিরাপত্তার জন্য প্রতি ১০ ফুট দুরত্বে বাঁশের খুঁটি বসিয়ে তাতের বৈদ্যুতিক বাতির ব্যবস্থার কাজ করছিলেন। তিনি কোন এক সময় পুকুরের নেমে বিদ্যুৎের তার নিয়ে এক পার থেকে আরেক পারে যাওয়ার সময় লিকেজ তারে বিদ্যুতায়িত হন। সন্ধ্যার দিকে নিহতের বাবা মৎস্য খামারে গিয়ে দেখেন পুকুরে রিপন মিয়া বিদ্যুতের তারসহ ভাসমান অবস্থায়।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি ও তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থার কথা জানান তিনি।