কে. এম. সাখাওয়াত হোসেন : ভেঁজা শরীরে মটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল হক (৪০) নামে স্থানীয় এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংঙ্গুরা ইউনিয়নে পূর্ব জিগাতলা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক ওই গ্রামের মো. ফজলুল হকের ছেলে এবং জিগাতলা বাজারে তার স্টুডিও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নিজ বাড়িতে আজিজুল হক গোসল করছিলেন। এ সময় পানির ট্যাংকি শূণ্য হলে ভেঁজা শরীরে মটরের সকেট দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার ভাই ইমাম হোসেন মেইন সুইচ বন্ধ করলেও ততক্ষণে বিদ্যুৎ স্পর্শে তাঁর মৃত্যু হয়।
লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্টে স্টুডিও ব্যবসায়ীর মুত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তাদের প্রতিবেদনের প্রাপ্তির পর সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।