কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দাঁড়ানো ট্র্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৮) নামে এক হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার ভোরে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের উপজেলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।
নিহত চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল হোসেন টাংগাইল জেলার কালহাতি উপজেলার বাসিন্দা হাসেম প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে জাওয়ানী নামক স্থানে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। জেলার দুর্গাপুর উপজেলা থেকে বালুবাহী আরেকটি দ্রুতগতির ট্রাক ভোর ৪টার দিকে ওই স্থানে আসলে দাঁড়ানোর ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল হোসেন ঘটনাস্থলে মারা যান।
পূর্বধানা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরা করা হয়েছে। নিহতের পরিবারের স্বজনের কাছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।