মার্জিয়া (নেত্রকোনা) : নেত্রকোনায় দৈনিক ইত্তেফাকের ৬৮ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পত্রিকাটির জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূতি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার শদ্ধা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাকের ভূমিকা উল্লেখ করে স্মৃতিচারণ করা হয়।
নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ও পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান।
এছাড়াও নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিল তালুকদার, প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ,সামাজিক সংগঠন ও শিশুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কাজি আবদুর রহমান কেক কাটার আগে শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী প্রধান করেন।