কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন অফিসার অফিসার মো. জহিরুল হক।
মেয়র পদে মোট চারজন, কাউন্সিলর পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জনসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র লতিফুর রহমান রতন, বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুন নবী শেখ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা পারভীন ও স্বতন্ত্র প্রার্থী চৌধুরী আবু হেনা মোস্তফা কামাল মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক জানান, শেষ দিনে মেয়র পদে মোট চারজন ও কাউন্সিলর পদে ৩৯ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী- দি¦তীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর।
মোহনগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪১৩ জন ও নারী ভোটার ১০ হাজার ৯৯১ জন। এ পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রে ৬৭টি বুথে ভোটগ্রহণ করা হবে।