পূর্বধলা প্রতিনিধিঃ
সাফল্যের দু‘বছর পেরিয়ে তৃতীয় বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দেশের বহুল প্রচারিত বাংলা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রবিবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানারে উপজেলার জে কে উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফজলে রাব্বী‘র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু আহম্মেদ রাজু (রাজ্জাক সরকার), উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে স্বল্প সময়ে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। দেশের পরিবর্তন, উন্নয়ন, প্রগতি, অগ্রগতি তুলে ধরতে দেশ রূপান্তরের সাথে সংশ্লিষ্টদের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং দেশের সার্বিক বিষয়ে দায়িত্বশীদের সাতে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমেই স্বল্প সময়ে তাদের ব্যাপক জনপ্রিয়তা তৈরী করেছে।দেশের বিকাশমান গণম্যাধম শিল্পের মধ্যে মানুষকে সঠিক তথ্য দিয়ে সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকাও রাখছে দেশ রূপান্তর। এসময় বক্তরা দেশ রূপান্তরের সার্বিক সফলতা কমনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসময় ঢাকা ট্রিবিউনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি সুহাদা মেহজাবিন,দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ, মানবজমিন পত্রিকার প্রতিনিধি জিয়াউর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ও স্বাস্থ্যবিধি মেনে র্যালীর অনুষ্ঠিত হয়।