কে. এম. সাখাওয়াত হোসেন : আর সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র-সাম্প্রদায়িকতা মুক্ত সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকার মধ্য দিয়ে নেত্রকোনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
প্রত্যুষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলক ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ভীড় বাড়তে থাকে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রথমে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
একে একে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে বিএনপি, জেলা জাতীয় পার্টি, সিপিবি, জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌর পরিষদ, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সরকারি ও বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদ মদির গীর্জা ও প্যাডোগায় বিশেষ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার বিতরণ, মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র প্রদর্শনী, সকল সরকারী বেসরকারী ভবন আলোকসজ্জাসহ সহ দিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।