মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : প্রথম ধাপে পৌর নির্বাচনে নেত্রকোনা জেলার একমাত্র মদন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে নির্বাচনে বিএনপির প্রার্থী যুবদল নেতা এনামুল হক প্রতিদিন পৌরসভার অলিগলি ও বিভিন্ন ওয়ার্ডে নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) পৌরসভার ফচিকা, এমদাদপুর ও মদন বাজারে বিএনপির শত শত নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠ চরে বেড়াচ্ছে।
এ নির্বাচনী প্রচারণায় উপজেলা ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে আধুনিক একটি পৌরসভা ও মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, পৌরসভা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন করার সুযোগ চেয়ে ভোটারদের কাছে বুট চেয়ে ব্যস্ত সময় পার করছেন।