মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের জমি নিয়ে বিরোধের ঘটনায় দুপক্ষের সংঘর্ষে কালাচান নামের এক বৃদ্ধের নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ঘরবাড়ি ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, গত মঙ্গলবার বীর মুক্তিযুদ্ধা তাজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের মধ্যে জমি নিয়ে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কালাচান মিয়া নামে একজন বৃদ্ধ নিহত হয় এ ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর তার পক্ষের ১৫/২০ টি ঘর বাড়ি ভাংচুর করা হয় এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ ধান চাল ও গরু ছাগল লুট করে নিয়ে যায় তাজুল ইসলামের পক্ষের লোকজন। এছাড়াও রহিছ মিয়ার লোকজনের দোকানপাট ও লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ। পুরুষশূন্য হয়ে পড়েছে তাদের বাড়ি।
ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়া বাড়িতে মহিলা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি তাদের মধ্য থেকে পান্না সালেমা সাজেদা খাতুন সহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায় তাদের ঘরের ধাকা ক্যাশ টাকা স্বর্ণালঙ্কার ধান চাল ও গরু ছাগল আসবাবপত্র সহ সব নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী) সার্কেল মো. জামাল উদ্দিন জানান, মদন দক্ষিণপাড়া গ্রামের সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও লুটপাটের বিষয়টি আমার জানা নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মদন দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্যাম্প করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।