মোছাঃজান্নাতী বেগম(জাককানইবি প্রতিনিধি):জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ৯ই ডিসেম্বর ৭২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ প্রথম সংবিধির ধারা ১৩ উপধারা ১ অনুযায়ী আগামী দুই বছরের জন্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো:তারিকুল ইসলাম কে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গত,১৫ ডিসেম্বর (মঙ্গলবার) প্রশাসনিক ভবনের সামনে ড.মো:তারিকুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড.মো:তারিকুল ইসলাম বলেন,”আমাকে এই দায়িত্ব অর্পণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর শিক্ষক সমিতিকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করাই আমার প্রধানতম দায়িত্ব। আমার মূল লক্ষ্য হচ্ছে আর্থিক বিষয়াদি সংক্রান্ত ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে সফটওয়্যার এর ব্যবহার বৃদ্ধি এবং তথ্য সরবরাহ কে অনলাইন ভিওিক করা। এই দায়িত্ব পালনে আমি প্রশাসন, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, “সিন্ডিকেট আগামী দুই বছরের জন্য তাকে (ড.মো: তারিকুল ইসলাম) মনোনীত করেছে। এবং তার প্রতি আমার সবসময় দোয়া এবং আশির্বাদ থাকবে।
ড.মো:তারিকুল ইসলামের নিয়োগাদেশে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগামী দুই বছর সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য যে, ড.মো:তারিকুল ইসলাম হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো:রিয়াদ হাসানের স্থলাভিষিক্ত হবেন।