কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ করলেন -কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সোস্যাল মিডিয়া ভিত্তিক গ্রুপ কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ও প্যারাগন আইটি সলিউশন কলমাকান্দা এবং ইউ,ডি,সি, ক্লাব বড়খাঁপন এর সার্ব্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ করা হয়।
ওই বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণের অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকি।
এসময় কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটির এডমিন এস,এম ওসমান সমকালকে জানান, আমরা প্রায় ১ বছর প্রতিষ্ঠালগ্ন থেকেই কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটির মাধ্যমে জরুরী রক্তের প্রয়োজনে প্রায় ৮০০ জন রোগীকে রক্ত দিয়ে সহায়তা করা হয়েছে। আজ আমাদের এই কর্মসূচি বিকাল ৫ টা পর্যন্ত চলবে।