কে. এম. সাখাওয়াত হোসেন : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শহরের পৌরসভার সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু হাসনাত মো. আনিসুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম সাধারন সম্পাদক হাসিম উদ্দিনসহ আরো অনেকে।
বক্তরা অবিলম্বে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।