কে. এম. সাখাওয়াত হোসেন : সারাদেশে বাদ পড়া সাত হাজার ২২৩ টি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ এর জন্য শিক্ষকদের নেতৃবৃন্দ এক মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ নব জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র আয়োজনে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই সংগঠনের কলমাকান্দা উপজেলার শাখার সভাপতি নূরজ্জামান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নব জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান আকন্দ, আমিনুল আলম, আমিনুল ইসলাম, ফজলুর রহমান, জীবন কর্মকার, বাবুল চন্দ্র, আজিজুর রহমান ও পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।