অমৃত চন্দ্র দাস, খালিয়াজুরী (নেত্রকোনা) : জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানকে অঙ্গীকার করে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ।
শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এইচ এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) নাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এস এম তৌকির আহমেদ সহ উপজেলার প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।