মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় পৌরসভার প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলার মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ ছয়জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মদন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮শ ৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩শ ২৩ এবং নারী ভোটার ৬ হাজার ৫১৮ জন।