কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে প্রানেশ দত্ত (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ স্টেশনের অদূরে কাজিয়াটি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত প্রানেশ উপজেলার কাশিয়া গ্রামের নিখিল দত্তের ছেলে এবং তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় প্রানেশ রেল লাইনের ওপর দাড়িয়ে ট্রেন লক্ষ্য করে ঢিল ছুঁড়ছিলেন। এ সময় আশপাশের লোকজন চিৎকার করে ডাকাডাকি করলেও তিনি শোনেননি।
মোহনগঞ্জ রেল স্টেশন মাস্টার মোজাম্মেল হক জানান, ‘ঢাকাগামী কমিউটার ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে কাজিয়াটি ব্রিজের কাছে গেলে এর নিচে কাটা পড়ে প্রানেশের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের পাশের বাড়ির একজন তাকে দেখে সনাক্ত করে পরিবারকে খবর দিয়েছে। পরিবারের লোকজন এখনো আসেনি। তবে প্রানেশ মানসিক ভারসাম্যহীন বলে জানান ওই সনাক্তকারী ব্যক্তি।’
মোহনগঞ্জ রেল ফাঁড়ির ইনাচার্জ সমর বড়ুয়া বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।’