কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুরে ভ্রাম্যমান আদালতের উপর শ্রমিকদের হামলায় পুলিশসহ ৬ জন আহত হওয়ার ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দুর্গাপুর সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুল মান্নান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ২০১০ সালের বালু ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর থানায় এই মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র বর্মণ-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সোমেশ্বরী নদী থেকে শ্যালো মেশিন দিয়ে তৈরি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গেলে বালু শ্রমিকরা ভ্রাম্যমান আদালতের লোকজনের উপর হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ, ভূমি অফিসের কর্মচারীসহ ৬ জন আহত হন।