আলপনা বেগম : “ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি” স্লোগান নিয়ে নারী ও কন্যা নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রশাসন, পেশাজীবীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় নিউটাউন বড় পুকুর পাড় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা পরিষদ ও লিগ্যাল এইড উপ পরিষদ এই সভার আয়োজন করেছে।
এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সহ সভাপতি শেফালী সাহা।
এসময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.ফখরুজ্জামান জুয়েল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহম্মেদ খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলুয়ারা বেগম, সম্পাদক আলপনা বেগম, আবু আব্বাস কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ব্র্যাকের প্রবাল সাহা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। গ্রামীণভাবে টাকার মাধ্যমে মীমাংসা করে ফেলা। বিচারে দীর্ঘ সূত্রিতা, চার্জশিট যথাযথ না হওয়াসহ নানা জটিলতা ভুক্তভোগীরা বিচার পাচ্ছে না।
পাশাপাশি অপরাধীরা পার পেয়ে যাচ্ছে যে কারনে এসকল অপরাধ প্রবণতা বেড়েই চলছে। আর এটিকে নির্মূল করতে হলে এখন প্রয়োজন সচেতনতা। এটির কোন বিকল্প নেই।