কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর আশু রোগমুক্তি কামনায় খারনৈ ইউপির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক এর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মসজিদের প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কায়সার কামালের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় খারনৈ ইউপির চেয়ারম্যান মো.ওবায়দুল হক বলেন, করোনা ভাইরাসের কারনে সাধারন খেঁটে খাওয়া মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে। তখন দূর্গাপুর – কলমাকান্দার প্রায় ৩০০০ পরিবারের মধ্যে তিনি খাদ্য সামগ্রি বিতরন করেন। দূর্যোগের মধ্যে ও নিজ নির্বাচনী এলাকার সাধারন জনগনের পাশে দাড়িয়েছেন। নগদ অর্থ ও ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরনসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা বিতরন এবং প্রতি ঈদে সাধারন জনগনকে যাকাত প্রদান করে আসছেন ব্যারিস্টার কায়সার কামাল।
এ দোয়ায় অংশ নেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। উপস্থিত সকলেই ব্যারিস্টার কায়সার কামাল এর রোগ মুক্তির জন্য মহান আল্লাহ পাক এর নিকট দোয়া করেন। দোয়া শেষে তোবারক বিতরন করেন।