পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।আজ ৬-১২-২০২০ রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে পূর্বধলা ষ্টেশন বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনে দিয়ে পুর্বধলা বড় বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মহিম মেডিকেল হলের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদী পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা পরিষদ
চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা ভাইস- চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ (আঃ রাজ্জাক) ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। পথ সভায় উপজেলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন তার বক্তব্যে বলেন। ব্ঙ্গবন্ধুর সোনার বংলায় জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে বাংলার স্থপতি হাজার বছরেের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গা মানে বাংলার মানচিত্র কে খামছে ধরা। এত বড় ন্যাক্কার জনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উপজেলা ভাইস-চেয়ারম্যান রাজু আহম্মেদ তার বক্তব্য বলেন আমরা এ গর্হিত কাজের তীব্র নিন্দা প্রতিবাাদ জানাই। উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মৌলভী আঃ ওয়াহেদ তালুকদার, জেলা পরিষদের সদস্য জাকিয়া পারভিন, আওয়ালীগ নেতা আবুল কালাম তালুকদার, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজিবর, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, স্বেচ্ছা সেবকলীগ নেতা আকাইদুল ইসলাম,যুবলীগ নেতা লুৎফর রহমান, রফিকুল ইসলাম রফিক,উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন খোকন সহ অংগ সংঘটনের বিভিন্ন নেতা কর্মী।