কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে করোনা ভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় বি,এন,পি নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর আশু রোগ মুক্তি চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছরকলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আনন্দপুর মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ব্যারিস্টার কায়সার কামালেের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় লেংঙ্গুরা ইউপির চেয়ারম্যান নেত্রকোনা জেলা যুবদলের সহ- সভাপতি মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, করোনা ভাইরাসের কারনে সাধারন খেঁটে খাওয়া মানুষজন যখন দিশেহারা হয়ে পড়েছিল তখন দূর্গাপুর – কলমাকান্দার সহশ্রাধিক পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রি বিতরন করে তাদের পাশে দাড়িয়েছিলেন কায়সার কামাল ।
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম বলেন, ব্যারিস্টার কায়সার কামাল বিভিন্ন দূর্যোগের মধ্যে ও নিজ নির্বাচনী এলাকার সাধারন জনগনের পাশে দাড়িয়েছেন। নগদ অর্থ ও ছিন্নমূল অসহায় মানুসদের শীতবস্ত্র বিতরন সহ কলমাকান্দা-দূর্গাপুর উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা বিতরন করেছেন এবং প্রতি ঈদে সাধারন জনগনকে যাকাত প্রদান করে আসছেন। আর এ কারনে দল-মত নির্বিশেষে সকল স্তরের লোকজন তাঁর সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করছেন।
উক্ত দোয়ায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ খায়ের, মো. শফিকুল ইসলাম, মাওলানা আবুল হাশেম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সোলায়মান, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রসুল ও সদস্য সচিব শেখ রবিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীবৃন্দ।
পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সকলেই ব্যারিস্টার কায়সার কামাল এর রোগ মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট দোয়া করেন। দোয়া শেষে তোবারক বিতরন করেন।