কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় নিখোঁজের পরদিন পুকুর থেকে আড়াই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুই গ্রামের নিজ বাড়ীর পাশে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত শিশু নিলয় একই গ্রামের সুধীর সরকারের ছেলে। শিশুটির মা ঢাকায় চাকুরি করায় গ্রামে বাবার কাছে থাকতেন।
গত বৃহস্পতিবার বিকেল থেকে পরিবারের লোকজন নিলয়কে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুজির পর এলাকায় মাইংকিং করা হয়। তারপরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ (শুক্রবার) সকালে বাড়ির লোকজন পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।