কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ গৃহে ধরনার সাথে ঝুলন্ত পাঁচ সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে জাহেরা খাতুনের (৫০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ।
মৃত জাহেরা খাতুন উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের চকলেংগুরা গ্রামের মো. আ. কাদিরের স্ত্রী। মৃতের স্বামী মৌসুম অনুযায়ী ইটখলা ও কৃষিকাজ করে থাকেন এবং এই দম্পত্তির ঘরে চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
গত বৃহস্পতিবার দিনগত রাতে আ. কাদির স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরেন। ঘরের দরজা খুলে দেখতে পান তার স্ত্রী জাহেরা খাতুন নিজ ঘরের ধরনার সাথে ঝুলে আছে। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে বিষয়টি পুলিশকে অবগত করে। পরে সকালের দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।