কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : করোনা ভাইরাস(কোভিড -১৯) এ আক্রান্ত বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর আশু রোগমুক্তি কামনায় নেত্রকোনার কলমাকান্দায় শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সহ গত কয়েকদিনে উপজেলার ৮টি ইউনিয়নে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত মসজিদ মাদ্রাসায় ধর্মপ্রাণ মুসল্লীগন দল-মত নির্বিশেষে কায়সার কামালের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সকলেই ব্যারিস্টার কায়সার কামাল এর রোগ মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট দোয়া প্রার্থনা করেন ও সাধারন লোকজনের মাঝে খাবার বিতরন করেন। ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রত্যেকেই সাধ্যমত ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও বাড়ি বাড়ি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তাঁর রোগমুক্তি কামনা করছেন।
সম্প্রতি তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি । বর্তমানে ব্যারিস্টার কায়সার কামাল এর শারীরিক অবস্থা স্থিতিশীল দিকে রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারনে সাধারন খেঁটে খাওয়া মানুষজন যখন দিশেহারা হয়ে পড়েছিল তখন দূর্গাপুর – কলমাকান্দার ২৫০০ পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রি বিতরন করেছিলেন।