কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার পৌর শহরে কালিবাড়ি মন্দিরে দিনে-দুপুরে প্রতিমা থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ৩০ ঘন্টার মধ্যে মুলহোতাকে গ্রেপ্তার এবং চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পেরেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি জেলার আটপাড়া উপজেলার বাউসা কলাপাড়া গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার ওরফে আরধন (৩২)। সে কয়েক দিন আগে জেল থেকে বের হয়ে আবার এ চুরির ঘটনা ঘটায়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপুরের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।

তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের সাতপাই কালিবাড়ি মন্দির থেকে প্রতিমার শরীল থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে মন্দিরের সিসি টিভির ফুটেজে আসামির ছবি স্পষ্টভাবে বুঝা যাচ্ছিল না। পরে পুলিশের কয়েকটি টিম ফুটেজ, তথ্য প্রযুক্তি ও জেলখানা থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে একজনকে সনাক্ত করে। ৩০ঘন্টার মধ্যে গত বুধবার সন্ধ্যার আগে শহরে বড় বাজারস্থ ‘নরসিংহ জিউর আখড়া’র সামনে থেকে আরধনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার দেহ তল্লাশী করে চুরি হওয়া একটি স্বর্ণের মাথার চুড়া, টিকলী, নাকের নথ, এক জোড়া দুল, একটি চুড়ি, শাখা বাঁধানোর স্বর্ণের তার, তিনটি চেইন, একটি বল চেইন, একটি মুন্ডু মালা, একটি রুপার মাথার চুড়া ও একটি খর্গ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের জব্দৃকত মূল্য আনুমানিক চার লক্ষ টাকা বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম, পূঁজা উদযাপন কমিটির উপদেষ্টা নির্মল চন্দ্র দাস, জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল সাহা, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।