দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া উপজেলার সদর ইউনিয়নের দৈবথল প্রাথমিক জিবিসি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকালে তারা মিয়া এইসব শিক্ষা উপকরন শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
জানা যায়, তারা মিয়া দীর্ঘ ৭ বছর যাবত রিক্সা চালিয়ে উপার্জিত টাকা দিয়ে দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এইসব উপকরন বিতরন করে যাচ্ছে।
এ সময় তারা মিয়া বলেন, আমি প্রতিদিন রিক্সা চালিয়ে যে টাকা উর্পাজন করি তার অর্ধেক সংসারে ব্যয় করি, বাকী অর্ধেক বিদ্যালয়ের গরীর শিক্ষার্থীদের জন্য একটি মাটির ব্যাংকে জমা করি। এরই ধারাবাহিকায় আমার আজকের এই কার্যক্রমে। আমি যতদিন বেঁচে থাকবো আমার এই কার্যত্রুম আব্যাহত থাকবে।