কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ সময় জেলা প্রশাসক জানান ভোক্তা অধিকার আইনে জেলায় ব্রডব্যান্ড সরবরাহকারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি ভোক্তাদের সেবা নিশ্চিতের করতে ব্যবস্থা নেয়া হবে জানান।
এ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ আলম সহ জেলার বিভিন্ন ব্যাবসায়ীক সমিতি ও সুশীল নাগরিক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।