কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় ৪১ হাজার ভারতীয় মুদ্রা সহ মো. নাসির উদ্দিন ওরফে টুটুল (৩২) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতকে শুক্রবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করলে আদালত নাসিরকে কারাগারে প্রেরণ করেন।
আটককৃত মো. নাসির উদ্দিন উপজেলার রংছাতি ইউনিয়নের হরিনাকুড়ি গ্রামের মো. এরশাদ হোসেনের ছেলে।
ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে নাসির উদ্দিন ভারতীয় মুদ্রা সহ নিজ বাড়ীতে লেনদেনের জন্য অবস্থান করছে। পরে ডিবি পুলিশের একটি দল শুক্রবার ভোর রাতে ঘটনাস্থলে পৌঁছে। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পালাতে পারেনি।
এ সময় নাসিরের পরিহিত জ্যাকেটের বাম পকেট তল্লাশি করে দুই হাজার রুপির ২০টি নোট ও ৫০০ রুপির ২টি নোট অর্থাৎ ৪১ হাজার ভারতীয় রুপি পাওয়া পায় ডিবি পুলিশ। পরে তাকে আটক করে বিকেলে কলমাকান্দায় থানায় ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা করেন।
এ ব্যাপারে ডিবির এসআই তপন চন্দ্র বাকালী বলেন, বাড়ি সীমান্তবর্তী হওয়ায় নাসির দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতীয় রুপি সংগ্রহ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে।
মামলা রুজু করে আদালতে পাঠালে আদালত নাসিরকে জেলে প্রেরণ করেন বলে তিনি জানান।