কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টে‘র আয়োজনে ইন্টারন্যাশনাল রিপ্যাবলিকান ইনস্টিটিউটের অর্থায়নে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার আদাযের বিভিন্ন বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে্।
রবিবার (২২ নভেম্বর) দিনব্যাপী বিরিশিরি ওয়াইডব্লিউসিএ হল রুমে এ কর্মশালা হয়েছে।
এ উপলক্ষে দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার আদিবাসী সম্পদ্রায়ের নেত্রীবৃন্দরা তাদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সংক্রান্ত বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, বৈষম্য, অধিকার প্রভৃতি বিষয়গুলো তুলে ধরে ধরেন আমন্ত্রিত অতিথিদের কাছে।
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, পিতার ভাগের সম্পওি ছেলে মেয়েরা সমপরিমান পাবে, পাহাড়ী দুর্গম অঞ্চলে বিদ্যালয় স্থাপনসহ নানা বিয়য়ে দাবির কথা বলেন উপস্থিত আদিবাসী সম্পদ্রায়ের নেত্রীবৃন্দরা ।
কর্মশালাটি পরিচালনা করেন প্রিপ ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী রোকেয়া যেভীন কায়সারী। প্রিপ ট্রাস্ট সংস্থাটি আদিবাসী অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক বিপ্লব সাহা, আগার অনির্বান শিক্ষা নিকেতনের সহকারি শিক্ষক বিশ্বজিৎ রন্দি, দুর্গাপুর ইউনিয়ন ইউপি সদস্য ও নারী নেত্রী শারমীন আক্তার, দুর্গাপুর এনজিও সমন্বয়কারী পরিষদ সভাপতি শামীম কবির, ডিএসকে প্রকল্প সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বিরিশিরি ওয়াইডব্লিউসিএ সাধারন সম্পাদক লুদিয়া রুমা রাংসা, প্রিপ ট্রাস্ট আইটি অফিসার মি. রিপন সিদ্দিক, নির্মল হাজং প্রমুখ ।