সাইফুল আরিফ জুয়েল : নেত্রকোনার মোহনগঞ্জে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত নয়টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের বালুঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বাসা মালিকের বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন জানান, রোজিনার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তার স্বামী রাসেল মিয়া ওষুধ কোম্পানির এসআর হিসেবে মোহনগঞ্জে কাজ করেন। কর্মের সুবাধে রাসেল তার স্ত্রীকে নিয়ে দুই বছর যাবত এই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। রোজিনা পাঁচ মাসের অন্তস্বত্বা, তার আড়াই বছরের একটি মেয়ে রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, পাশের বাসার এক ভাড়াটিয়া রোজিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় রাসেল মিয়া কাজের সূত্রে পার্শ্ববর্তী ধর্মপাশাতে ছিলেন। পরে প্রতিবেশীরা তার স্বামীকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।