মির্জা হৃদয় সাগর : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শীতার্তদের মাঝে রক্তদানে নেত্রকোনা পরিবারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাঁচগাও ঈদগাহ মাঠে এসকল কম্বল বিতরণ করা হয়।
বিভিন্ন চাকুরিজীবীদের অনলাইন ভিত্তিক গ্রুপ সংযোগ, কানেক্টিং পিপল, রাইজ আপ ও বিকনের সৌজনে রক্তদানে নেত্রকোনা সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ইউনিয়নের ৬ টি গ্রামের ২০০ হতদরিদ্রদের মাঝে কম্বল গুলো বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।

রক্তদানে নেত্রকোনা পরিবারের স্বেচ্ছাসেবী মীর্জা হৃদয় সাগর জানান, তারা যে কোন ধরনের রোগীর জরুরি রক্ত প্রয়োজন হলে তা দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরেই। ফেইসবুক গ্রুপে অথবা কারো মাধ্যমে জানতে পারলে ঠিকানা নিয়ে নিজে উপস্থিত হয়ে রোগীকে রক্ত দিয়ে আসছেন তাদের স্বেচ্ছাসেবকরা।
শুধু তাই নয় এবার করোনাকালে খাদ্য বিতরণ, বন্যায় সাহায্য, মাস্ক বিতরণসহ সচেতনতায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার শীতের শুরুতেই তাদের এই কম্বল বিতরণ কার্যক্রম।
যেহেতু এবার করোনার মহামারী সে কারণেই মানুষকে আগে থেকে শীতের ভয়াবহ থেকে বাঁচাতে খুঁজে গিয়ে দুর্গম এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে এসকল কম্বল। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কম্বল বিতরণে সংগঠনের মাকসুদুল হাসান জনি, শেখ অলি আহমেদ রনি, এল এইচ মিঠু, মীর মেহেদী হাসান ও সানজিদা রহমান তোরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।