কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যক্তির হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি ওই গ্রামেই।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আব্দুল হামিদ কিছুটা শারিরীক অসুস্থ ছিলেন। পরিবারের ধারণা, সকালে পাশের বাড়ির বিপ্লব দাসের পুকুর পাড়ের সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাদ দিয়ে ওসি আরও বলেন, পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তাকে পাশের বাড়ির পুকুর পাড়ে সুপারি গাছ ভাঙা এবং এর নিচে তাকে মৃত অবস্থায় পায় স্বজনেরা।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।