কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় দুই বাসের চিপায় পড়ে হেলপার নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে দিকে পৌর শহরের পারলা আন্তঃজেলা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত হেলপার জিয়াউর রহমান (২০) গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার হায়দার আলীর ছেলে।
নেত্র পরিবনের এক বাসের হেলপার জিয়া সহ চালক ও এক সহকর্মীকে নিয়ে তিনজন দুপুরের খাবার খেয়ে কাউন্টারের দিকে আসছিলেন। হঠাৎ কাউন্টারের দাঁড়ানো আরেকটি বাস স্টার্ট দিয়ে ব্রেক ছেড়ে দিলে তিনজন দুই বাসের চিপায় পড়ে যান।
এমন সময় চালক ও এক সহকর্মী সরে গিয়ে জীবন বাঁচাতে পারলেও জিয়া দুই গাড়ীর চিপায় পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বজন চালক সেলিম রানা জানান, গাড়িটি ঘুরানোর দরকার ছিলো আমি চালক আমাকে বললেই হত। কাউকে কিছু না বলে, হর্ণ না বাজিয়েই গাড়িটি স্টার্ট দিয়ে ছেড়ে দেয়। আমরা তিনজনই চিপায় পড়েছিলাম। পরে দুজন পিছনে সরে আসায় বেঁচে গেছি। আজ তিনজনই মারা যেতাম। নিহত জিয়াউর আমার শ্যালক। আমি তার পরিবারের কাছে কি জবাব দেব বলে মূর্ছা যাচ্ছিলেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।